মানবদেহের অঙ্গতন্ত্র One Liner Question Answer (Biology)
🔹 Digestive System (পরিপাকতন্ত্র)
1. মানবদেহে খাদ্য হজম কোথায় শুরু হয়? → মুখগহ্বরে
2. লালাতে কোন এনজাইম থাকে? → Ptyalin (Amylase)
3. মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি? → যকৃত (Liver)
4. যকৃত কোন ভিটামিন জমা রাখে? → Vitamin A, D, E, K
5. খাদ্য হজমে HCl কোন অঙ্গে তৈরি হয়? → পাকস্থলী (Stomach)
---
🔹 Circulatory System (রক্তসঞ্চালন তন্ত্র)
6. মানুষের দেহে মোট কয়টি হৃৎপিণ্ডকক্ষ (Chambers) আছে? → 4 টি
7. হৃদপিণ্ডের সংকোচনকে কি বলে? → Systole
8. শিরায় কোন ধরনের রক্ত প্রবাহিত হয়? → অক্সিজেনবিহীন রক্ত
9. ধমনীতে কোন রক্ত প্রবাহিত হয়? → অক্সিজেনযুক্ত রক্ত
10. মানবদেহের রক্তের লাল কণিকা কোথায় তৈরি হয়? → অস্থিমজ্জা
---
🔹 Respiratory System (শ্বাসপ্রশ্বাস তন্ত্র)
11. মানুষের শ্বাসযন্ত্রের প্রধান অঙ্গ কোনটি? → ফুসফুস (Lungs)
12. ফুসফুসে গ্যাস বিনিময় কোথায় হয়? → Alveoli
13. মানুষের শ্বাসপ্রশ্বাসে কোন গ্যাস নিঃশ্বাসের সাথে বাইরে যায়? → Carbon dioxide (CO₂)
14. Hemoglobin এর কাজ কি? → অক্সিজেন পরিবহন করা
15. একজন সুস্থ মানুষ মিনিটে গড়ে কয়বার শ্বাস নেয়? → 16–18 বার
---
🔹 Nervous System (স্নায়ুতন্ত্র)
16. মানুষের দেহের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি? → মস্তিষ্ক (Brain)
17. মানুষের মস্তিষ্ক কয়টি অংশে বিভক্ত? → 3 ভাগ (Cerebrum, Cerebellum, Medulla)
18. মেরুদণ্ডের স্নায়ু কেন্দ্রকে কি বলে? → Spinal cord
19. স্নায়ুকোষকে কি বলা হয়? → Neuron
20. মানুষের মস্তিষ্কের ওজন কত? → প্রায় 1400 গ্রাম
---
👉 এই ব্লগটি বিশেষভাবে WBPSC, WBCS, SSC, Railway, Banking, Primary TET এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উপযোগী।
0 Comments