Ticker

6/recent/ticker-posts

Ad Code

SSC, WBCS, Railway, Banking, Defence, PSC ইত্যাদি পরীক্ষা প্রস্তুতির জন্য

➤ Join our Telegram Group

রোজ রুটিন, MCQ, নোটস ও এক্সাম আপডেট পেতে গ্রুপে যোগ দিন।

ভারতের প্রধান নদী ব্যবস্থা | গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী ও অন্যান্য নদী One Liner Question Answer বাংলায়

 

🌊 ভারতের প্রধান নদী ব্যবস্থা One Liner Question Answer

ভারতের ভূগোলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো নদী ব্যবস্থা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় গঙ্গা, ব্রহ্মপুত্র, গোদাবরী, নর্মদা, কাবেরী প্রভৃতি নদী নিয়ে প্রশ্ন প্রায়ই আসে। নিচে দেওয়া হলো কিছু গুরুত্বপূর্ণ One Liner Question Answer বাংলায়


🔹 গঙ্গা নদী ব্যবস্থা

  1. গঙ্গা নদীর উৎপত্তিস্থল কোথায়?
    👉 গঙ্গোত্রী হিমবাহ (উত্তরাখণ্ড)।

  2. গঙ্গার প্রধান উপনদী কোনটি?
    👉 যমুনা।

  3. গঙ্গা নদী কোন কোন রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে?
    👉 উত্তরাখণ্ড, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ।

  4. গঙ্গার মোহনা কোথায়?
    👉 সুন্দরবন ডেল্টা।

  5. গঙ্গা নদী ও ব্রহ্মপুত্র নদী একত্রে কোন নামে পরিচিত?
    👉 পদ্মা (বাংলাদেশে প্রবেশের পর)।


🔹 ব্রহ্মপুত্র নদী ব্যবস্থা

  1. ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়?
    👉 মানস সরোবরের নিকটস্থ অংসি হিমবাহ (তিব্বত)।

  2. তিব্বতে ব্রহ্মপুত্র কোন নামে পরিচিত?
    👉 য়ারলুং সাংপো।

  3. ভারতের কোন রাজ্যে ব্রহ্মপুত্র প্রবেশ করে?
    👉 অরুণাচল প্রদেশ।

  4. আসামে ব্রহ্মপুত্র কোন নামে পরিচিত?
    👉 ব্রহ্মপুত্র।

  5. বাংলাদেশে ব্রহ্মপুত্র নদী কোন নামে পরিচিত?
    👉 যমুনা।


🔹 গোদাবরী নদী ব্যবস্থা

  1. গোদাবরী নদীর উৎপত্তিস্থল কোথায়?
    👉 মহারাষ্ট্রের ত্র্যম্বক পাহাড়।

  2. গোদাবরী নদীকে কী বলা হয়?
    👉 ‘দক্ষিণ গঙ্গা’।

  3. গোদাবরী নদী কতটি রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত?
    👉 মহারাষ্ট্র, তেলেঙ্গানা, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ।

  4. গোদাবরীর দৈর্ঘ্য কত?
    👉 প্রায় ১৪৬৫ কিমি।

  5. গোদাবরীর মোহনা কোথায়?
    👉 বঙ্গোপসাগর।


🔹 নর্মদা ও তাপ্তি নদী ব্যবস্থা

  1. নর্মদা নদীর উৎপত্তিস্থল কোথায়?
    👉 অমরকণ্টক মালভূমি (মধ্যপ্রদেশ)।

  2. নর্মদা নদী কোন সাগরে মিশেছে?
    👉 আরব সাগর।

  3. তাপ্তি নদীর উৎপত্তিস্থল কোথায়?
    👉 সাতপুরা পর্বত।

  4. তাপ্তি নদী কোন সাগরে মিশেছে?
    👉 আরব সাগর।


🔹 কাবেরী নদী ব্যবস্থা

  1. কাবেরী নদীর উৎপত্তি কোথায়?
    👉 কর্ণাটকের ব্রহ্মগিরি পাহাড়।

  2. কাবেরী নদী কোন দুটি রাজ্যের প্রধান সেচের উৎস?
    👉 কর্ণাটক ও তামিলনাডু।

  3. কাবেরী নদী কোন সাগরে মিশেছে?
    👉 বঙ্গোপসাগর।


🔹 অন্যান্য গুরুত্বপূর্ণ নদী

  1. মহানদী নদীর উৎপত্তি কোথায়?
    👉 ছত্তিশগড়ের সিহাওয়া পাহাড়।

  2. মহানদী কোন সাগরে মিশেছে?
    👉 বঙ্গোপসাগর।

  3. ইন্দুস নদীর উৎপত্তি কোথায়?
    👉 কৈলাশ পর্বত অঞ্চলে মানস সরোবরের কাছে।

  4. সাতলুজ নদীর উৎপত্তিস্থল কোথায়?
    👉 রাক্ষসতাল হ্রদ (তিব্বত)।

  5. গোদাবরী ও কৃষ্ণা নদী অববাহিকা কোথায় মিশেছে?
    👉 অন্ধ্রপ্রদেশে।

  6. ভারতের সবচেয়ে দীর্ঘ নদী কোনটি?
    👉 গঙ্গা।

  7. ভারতের সবচেয়ে বেশি জলবাহী নদী কোনটি?
    👉 ব্রহ্মপুত্র।

  8. ভারতের সবচেয়ে বেশি ডেল্টা গঠনকারী নদী কোনটি?
    👉 গঙ্গা-ব্রহ্মপুত্র।


👉 এই One Liner Question Answer প্রধান নদী ব্যবস্থা মনে রাখতে সাহায্য করবে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই উপকারী।

Post a Comment

0 Comments

Ad Code

Responsive Advertisement