🌋 ভূমিকম্প ও আগ্নেয়গিরি One Liner Question Answer বাংলায়
ভূমিকম্প (Earthquake) ও আগ্নেয়গিরি (Volcano) ভূবিজ্ঞানের গুরুত্বপূর্ণ অধ্যায়। প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয় থেকে নিয়মিত প্রশ্ন আসে। নিচে দেওয়া হলো গুরুত্বপূর্ণ One Liner Question Answer বাংলায়।
🔹 ভূমিকম্প (Earthquake)
-
ভূমিকম্প কাকে বলে?
👉 পৃথিবীর অভ্যন্তরে সঞ্চিত শক্তি হঠাৎ মুক্ত হয়ে ভূমি কেঁপে ওঠাকে ভূমিকম্প বলে। -
ভূমিকম্পের কেন্দ্র কোথায়?
👉 যেখানে ভূমিকম্প উৎপন্ন হয়, সেটি Hypocenter (ফোকাস) নামে পরিচিত। -
ভূমিকম্পের ঠিক উপরের স্থলভাগের বিন্দুকে কী বলে?
👉 Epicenter (উপকেন্দ্র)। -
ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কী?
👉 সিসমোগ্রাফ। -
ভূমিকম্পের তীব্রতা কোন স্কেলে মাপা হয়?
👉 রিখটার স্কেল। -
ভূমিকম্প তরঙ্গ কয় প্রকার?
👉 ৩ প্রকার – P-তরঙ্গ, S-তরঙ্গ ও L-তরঙ্গ। -
সবচেয়ে দ্রুতগামী ভূমিকম্প তরঙ্গ কোনটি?
👉 P-তরঙ্গ। -
ভূমিকম্পবিজ্ঞানকে কী বলে?
👉 Seismology। -
ভারতে ভূমিকম্পপ্রবণ অঞ্চল সবচেয়ে বেশি কোথায়?
👉 হিমালয় অঞ্চল। -
ভূমিকম্পের প্রভাবে সৃষ্ট সমুদ্র তরঙ্গকে কী বলে?
👉 সুনামি।
🔹 আগ্নেয়গিরি (Volcano)
-
আগ্নেয়গিরি কাকে বলে?
👉 পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা, গ্যাস ও বাষ্প নির্গত হওয়ার প্রক্রিয়াকে আগ্নেয়গিরি বলে। -
আগ্নেয়গিরি সৃষ্টির মূল কারণ কী?
👉 পৃথিবীর অভ্যন্তরের তাপ ও চাপ। -
আগ্নেয়গিরির মুখ থেকে নির্গত গলিত শিলাকে কী বলে?
👉 লাভা। -
আগ্নেয়গিরি কয় প্রকার?
👉 ৩ প্রকার – সক্রিয়, সুপ্ত ও মৃত আগ্নেয়গিরি। -
বিশ্বে সবচেয়ে বেশি আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
👉 প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয়বৃত্ত (Ring of Fire)। -
ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি?
👉 ব্যারেন দ্বীপ (আন্দামান সাগরে)। -
আগ্নেয়গিরির গহ্বরকে কী বলে?
👉 Crater। -
বৃহত্তম আগ্নেয়গিরির পাহাড়কে কী বলে?
👉 Shield Volcano। -
আগ্নেয়গিরির উদগীরণ অধ্যয়নকে কী বলে?
👉 Vulcanology। -
আগ্নেয়গিরির মাধ্যমে পৃথিবীর কোন পদার্থ বাইরে আসে?
👉 লাভা, গ্যাস, ছাই ও শিলা খণ্ড।
👉 এই One Liner Question Answer ভূগোলের ছাত্রছাত্রী এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
0 Comments