🌍 ভারতীয় ভূমিকম্প, বন্যা ও সাইক্লোন | Geography Important One Liner Q&A
🌋 ভূমিকম্প (Earthquake)
1. ভারতে সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা → হিমালয় অঞ্চল ও উত্তর-পূর্ব ভারত।
2. ভারতে ভূমিকম্প অঞ্চল মোট → ৫টি Seismic Zone।
3. সবচেয়ে বিপজ্জনক ভূমিকম্প অঞ্চল → Zone V (উত্তর-পূর্ব ভারত, জম্মু-কাশ্মীর, হিমালয়)।
4. ভূমিকম্প মাপার যন্ত্র → সিসমোগ্রাফ।
5. ভূমিকম্প মাপা হয় → রিখটার স্কেল (Magnitude)।
6. 2001 সালের ভয়াবহ ভূমিকম্প → গুজরাটের ভুজ (7.7 Magnitude)।
7. 2015 সালের বড় ভূমিকম্প → নেপাল ভূমিকম্প (ভারতের বিহার, উত্তরবঙ্গ প্রভাবিত)।
🌊 বন্যা (Flood)
1. ভারতে সবচেয়ে বেশি বন্যাপ্রবণ রাজ্য → বিহার।
2. ভারতের মোট এলাকা প্রায় → 12% বন্যাপ্রবণ।
3. ভারতের সবচেয়ে বড় নদীভিত্তিক বন্যা → গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকা।
4. আসামে নিয়মিত বন্যার কারণ → ব্রহ্মপুত্র নদ ও তার শাখা নদী।
5. পশ্চিমবঙ্গ বন্যাপ্রবণ জেলা → মুর্শিদাবাদ, নদীয়া, মালদা, উত্তর ২৪ পরগনা।
6. 1978 সালে ভারতে সবচেয়ে ভয়াবহ বন্যা → গঙ্গা অববাহিকা।
7. জাতীয় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প শুরু হয় → 1954 সালে।
🌪️ সাইক্লোন (Cyclone)
1. ভারত মহাসাগরে ঘূর্ণিঝড়কে বলা হয় → সাইক্লোন।
2. আরব সাগরের ঘূর্ণিঝড় প্রভাবিত রাজ্য → গুজরাট, মহারাষ্ট্র।
3. বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় প্রভাবিত রাজ্য → পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু।
4. ভারতের সবচেয়ে ঘূর্ণিঝড়প্রবণ উপকূল → ওড়িশা উপকূল।
5. 1999 সালের সুপার সাইক্লোন → ওড়িশা (ভুবনেশ্বর, Paradeep প্রভাবিত)।
6. 2020 সালের আমফান সাইক্লোন → পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে ভয়াবহ ক্ষতি।
7. 2021 সালের ইয়াস সাইক্লোন → ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূল।
8. ভারতের সাইক্লোন মনিটরিং সংস্থা → IMD (India Meteorological Department)।

0 Comments